ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

আষাঢ়ের শুরুতে ঈশ্বরদীতে ভারী বৃষ্টির রেকর্ড!

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জুন ১৯, ২০২১
আষাঢ়ের শুরুতে ঈশ্বরদীতে ভারী বৃষ্টির রেকর্ড! ছবি: শাকিল

পাবনা (ঈশ্বরদী): চলতি বছরে আষাঢ়ের শুরুতে পাবনার ঈশ্বরদীতে ১৯১ দশমিক ৬ মিলিমিটার ভারী বৃৃৃৃষ্টির  রেকর্ড গড়েছে। গত বছরের আষাঢ় মাস জুড়েও এমন বৃষ্টিপাত হয়নি।

শুক্রবার (১৮ জুন) সকাল ৯ টা থেকে শনিবার (১৯ জুন) সকাল ৯ টা পর্যন্ত ১৯১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। আকাশ মেঘলা থাকার কারণে আরও দুই-তিন বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।

শনিবার (১৯ জুন) সকাল ১০ টায় পাবনার ঈশ্বরদী আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক নাজমুল হাসান রঞ্জন বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (১৮ জুন) সকাল ৯ টায় মাত্র ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যদি কোনো এলাকায় ২৪ ঘণ্টায় ৪ থেকে ৯ মিলিমিটার বৃষ্টি হয় তাকে হালকা বৃষ্টি বলে। ১০ থেকে ১২ মিলিমিটার বৃষ্টিকে মাঝারি ভারী ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলে অতিভারী বৃষ্টিপাত ধরা হয়।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, জুন ১৯, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।