ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

কেটেছে বন্যার শঙ্কা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, জুন ২১, ২০২১
কেটেছে বন্যার শঙ্কা

ঢাকা: বৃষ্টিপাত কমে যাওয়ায় বন্যার শঙ্কা কেটেছে। আপাতত বন্যাপ্রবণ বড় কোনো নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই।

তবে বেশিরভাগ নদ-নদীর পানি বাড়ছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানিয়েছে।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানায, ব্রহ্মপুত্র নদের পানির সমতল স্থিতিশীল আছে। অপরদিকে যমুনা নদীর পানি সমতল বাড়ছে, যা বুধবার নাগাদ স্থিতিশীল হয়ে যেতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বাড়ছে যা বুধবার (২৩ জুন) পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা মঙ্গলবার স্থিতিশীল হয়ে যেতে পারে।

এদিকে মধ্যমেয়াদী পূর্বাভাসে পাউবো বলছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল ২৭ জুন পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে এবং তারপর বাড়তে পারে। আগামী ১০ দিনে আপাতত ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই।

গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বাড়তে পারে। আগামী ১০ দিনে আপাতত গঙ্গা নদীর অববাহিকায় বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই। এছাড়া ঢাকার চারপাশের নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। ঢাকার চারপাশের নদীসমূহের অববাহিকায় বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই।

পাউবোর পর্যবেক্ষণাধীন বিভিন্ন নদ-নদীর ১০১টি পয়েন্টের মধ্যে সোমবার (২১ জুন) ৬৯টিতে পানির সমতল বেড়েছে। কমেছে ২৯টিতে। অপরিবর্তিত রয়েছে দু'টি পয়েন্টের পানির সমতল। একটির তথ্য সংগ্রহ করা শুরু হয়নি।

বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, জুন ২১, ২০২১
ইইউডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।