ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

শব্দ দূষণ নিয়ন্ত্রণে খাগড়াছড়ির ৫ স্থানে চলবে জরিপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
শব্দ দূষণ নিয়ন্ত্রণে খাগড়াছড়ির ৫ স্থানে চলবে জরিপ

খাগড়াছড়ি: শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক  প্রকল্পের আওতায় সোমবার (২৫ এপ্রিল) খাগড়াছড়িতে সচেতনামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দেশের ৬৪ জেলা শহরে শব্দের মাত্রা পরিমাপে জরিপের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।

খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

বক্তব্য দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, অতিরিক্ত পুলিশ সুপার এএইচএম এরশাদ, ডেপুটি সিভিল সার্জন ডা. মিঠন চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া ও পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক খলিলুর রহমান।

কর্মশালায় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল,শাপলা চত্বর, বাজারের দক্ষিণ মাথা, বিসিক ও ক্যন্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজসহ পাঁচটি এলাকায় শব্দ দূষণ পরিমাপ জরিপ করার সিদ্ধান্ত নেয়া হয়।

হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ সারাবিশ্বে ৩০টি কঠিন রোগের অন্যতম কারণ শব্দ দূষণ উল্লেখ করে কর্মশালায় জানানো হয়, ক্রমবর্ধমান যানবাহনে অহেতুক হর্ন, যত্রতত্র সাউন্ড বক্স, মাইকের মাধ্যমে উচ্চ শব্দ সৃষ্টি করে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত করা হচ্ছে। আমাদের আর্থ-সামাজিক উন্নয়নকে টেকসই করতে হলে অন্য দূষণের পাশাপাশি শব্দ দূষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার এখনই সময়।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও পরিবহন সেক্টরের অংশীজনরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
এডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।