ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ঈদের দিন সকালেই বৃষ্টির আভাস 

স্পেশাল করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মে ২, ২০২২
ঈদের দিন সকালেই বৃষ্টির আভাস  ফাইল ছবি

ঢাকা: এ বছর ৩০ রমজান পূর্ণ হয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে মঙ্গলবার (০৩ মে)। ঈদের দিন বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


 
ঈদের আগের দিন সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির বাংলানিউজকে ঈদের দিনের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানিয়েছেন।
 
তিনি বলেন, কালবৈশাখী মৌসুম হওয়ায় ঈদের দিন সারাদেশেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
আর সকালে ঢাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এবং বিকেলে বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন তরিকুল নেওয়াজ কবির।
 
আবহাওয়া পর্যবেক্ষণকারী আকুওয়েদার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
 
এবার ঈদের প্রধান জামাত হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। বৃষ্টির কথা মাথায় রেখে সেভাবেই নামাজের প্রস্তুতি নেওয়া হয়েছে। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।  
 
অন্যদিকে, বায়তুল মোকাররমে নির্ধারিত ৫টি জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলো যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মে ২, ২০২২
এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।