ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

কিশোরগঞ্জে বজ্রনিরোধক যন্ত্র স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মে ১১, ২০২২
কিশোরগঞ্জে বজ্রনিরোধক যন্ত্র স্থাপন

কিশোরগঞ্জ: বজ্রপাত থেকে রক্ষা পেতে কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলী উপজেলার দু’টি প্রতিষ্ঠানে বজ্রনিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছে।  

মঙ্গলবার (১০ মে) এ দু’টি বজ্রনিরোধক যন্ত্র স্থাপন করা হয়।

 

এর মধ্যে একটি বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়ন পরিষদের ছাদে এবং অপরটি নিকলী উপজেলার শহীদ স্মরণীকা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাদে স্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর মাধ্যমে সাড়ে ৩০০ ফুট ব্যাসার্ধের মধ্যে মানুষ ও প্রাণী নিরাপদ থাকবে বলে আশা করা হচ্ছে।

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেনের বিশেষ বরাদ্দ টিআর প্রকল্পের আওতায় এ দু’টি বজ্রনিরোধক যন্ত্র স্থাপন করা হলো।  

সংসদ সদস্য মো. আফজাল হোসেনের বরাত দিয়ে এপিএস মোহাম্মদ আকরামুল হক জানান, পর্যায়ক্রমে হাওড় বেষ্টিত সবগুলো ইউনিয়নকে এ প্রকল্পের আওতায় আনা হবে।  

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, মে ১১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।