ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

জাতীয় পরিবেশ পদক পেল বারসিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জুন ৫, ২০২২
জাতীয় পরিবেশ পদক পেল বারসিক

সাতক্ষীরা: পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য জাতীয় পরিবেশ পদক-২০২১ পেয়েছে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক)।  

পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরির প্রতিষ্ঠান পর্যায়ে জাতীয় পরিবেশ পদক অর্জন করেছে বেসরকারি এ গবেষণা প্রতিষ্ঠানটি।

রোববার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২২ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে এ পদক দেওয়া হয়।

গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত যাবতীয় কর্মসূচি উদ্বোধন করেন।

এসময় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বারসিকের নির্বাহী পরিচালক সুকান্ত সেনের হাতে জাতীয় পরিবেশ পদক তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, এ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং পরিবেশ অধিদপ্তরের ডিজিসহ অন্যান্য উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, উন্নয়ন কর্মী ও অন্যান্য পেশাজীবী ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুন ৫, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।