ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ফেনীতে কমেছে বন্যা, ভেসে উঠছে ক্ষতচিহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জুন ২৩, ২০২২
ফেনীতে কমেছে বন্যা, ভেসে উঠছে ক্ষতচিহ্ন ফেনীতে নামছে বন্যার পানি।

ফেনী: অতি বৃষ্টিপাত ও উজানে ভারতীয় পাহাড়ি ঢলের পানিতে মুহুরী নদীর বাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছে পরশুরাম-ফুলগাজী উপজেলার কৃষি ও মৎস্যখাত। লোকালয়ে পানি কমার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ক্ষতির পরিমাণ।

 

বৃহস্পতিবার (২৩ জুন) দুই উপজেলার বিভিন্ন স্থান ঘুরে এমন নানা ক্ষতচিহ্ন লক্ষ্য করা গেছে।

পরশুরামে কৃষিতে ক্ষতির কথা উল্লেখ করে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা পিন্টু দাশ বলেন, এখন মাঠে বড় ধরনের কোনো ফসল নেই। তারপরও চলমান বন্যায় পরশুরামে ৭০ থেকে ৭৫ হেক্টর জমির আউশ ধান এবং প্রায় ২০ হেক্টর শাক-সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।  

এছাড়া পুরোপুরি পানি নেমে গেলে চূড়ান্ত ক্ষতির পরিমাণ জানা যাবে বলেন তিনি।

মৎস্য খাতে ক্ষতি প্রসঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা) সৈয়দ মোস্তফা জামান বলেন, বন্যার পানিতে প্রায় ১৫টির মতো মাছের ঘের পানিতে ভেসে গেছে। ক্ষতির চূড়ান্ত পরিমাণ নির্ণয় ও ক্ষতিগ্রস্ত চাষিদের সহযোগিতা করতে মাঠপর্যায়ে মৎস্য বিভাগ সচেষ্ট রয়েছে।

একইভাবে ফুলগাজী উপজেলায় বন্যার পানি লোকালয়ে প্রবেশের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও মৎস্যখাত।  

সংশ্লিষ্ট বিভাগের তথ্যমতে, উপজেলায় প্রায় ৪৪ হেক্টর আয়তনের ২৪৫টি পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে।  

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, মাঠে তেমন ফসল না থাকায় বিচ্ছিন্নভাবে কিছু শাক-সবজি ও আখ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে আজ সকালে খবর নিয়ে জানা যায়, পর্যন্ত মুহুরী নদীর পানি কমে বিপৎসীমার নিচে অবস্থান করছে বলে জানান সংশ্লিষ্ট দপ্তর।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুন ২৩, ২০২২
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।