ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

মাছুম কামাল, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জুন ২৯, ২০২২
রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ঢাকা: অবশেষে স্বস্তির বৃষ্টি ঝরেছে রাজধানীতে। কয়েক দিনের টানা খরতাপের পর  হঠাৎ বৃষ্টিতে মিলেছে স্বস্তি।

বুধবার (২৯ জুন) দুপুর ১টা নাগাদ রাজধানীতে ঝুমবৃষ্টি নামে। এতে বিপাকে পড়েন খোলা জায়গায় ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা গেছে, কিছু-কিছু জায়গায় বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ বছর আষাঢ় মাসের প্রায় অর্ধেক পেরিয়ে গেলেও এখনো সে অনুপাতে বৃষ্টি হয়নি। ফলে, হঠাৎ বৃষ্টিতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে অনেককেই। ভিজতে দেখা গেছে বিভিন্ন বয়সী মানুষকে।

এদিকে, বুধবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকাসহ দেশের ১৯টি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিন, বেলা ১১টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ১৫৫ মিলিমিটার।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘন্টা, ২৯ জুন, ২০২২
এমকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।