ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

অবিশ্বাস্য ছাড়ে স্বপ্নতে গরুর মাংস-ডিম

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
অবিশ্বাস্য ছাড়ে স্বপ্নতে গরুর মাংস-ডিম

ঢাকা: দামে দিশাহারা ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর জানালো দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’।  বাজারে যখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠিক সেই সময় গরুর মাংস, ডিমসহ প্রয়োজনীয় অনেক পণ্যে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে দেশের অন্যতম সুপারশপ ‘স্বপ্ন’।

গরুর মাংস ৬৪০ টাকা কেজিতে এবং ডিমের ডজন ১০৫ টাকায় পাওয়া যাবে ঢাকা এবং কুমিল্লার স্বপ্নের সব আউটলেটে।

 বুধবার (৪ জানুয়ারি) স্বপ্ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৫ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে স্বপ্ন’র ঢাকা ও কুমিল্লার সব আউটলেটে গরুর মাংস ৬৪০ টাকা কেজিতে (যা বাজারে এখন ৭০০ টাকা) এবং খোলা ডিম ১০৫ টাকা ডজনে বিক্রি হবে (যা বাজারে ১১৫ টাকা ডজন বিক্রি হচ্ছে)। এছাড়া লবণ, আটা, ময়দা, মিনিকেট চাল ও অলিভ অয়েলসহ বিভিন্ন পণ্যে জানুয়ারি মাসজুড়ে থাকছে সেরা অফার। সাধারণ ক্রেতার সুবিধার্থে স্বপ্ন আউটলেট থেকে প্রতি ক্রেতা গরুর মাংস পাঁচ কেজি ও ডিম এক ডজন করে কিনতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।