ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

ঢাকা ব্যাংকের ডিএমডি হলেন আব্দুল বাকির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
ঢাকা ব্যাংকের ডিএমডি হলেন আব্দুল বাকির

ঢাকা: ঢাকা ব্যাংক লিমিটেড সম্প্রতি শেখ আব্দুল বাকিরকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে পদোন্নতি দিয়েছে। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লোকাল অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

বাকির ঢাকা ব্যাংকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা যিনি ব্যবসায়িক উন্নয়ন ও ব্যাংকের মুনাফায় কৃতিত্বের সঙ্গে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি ১৯৯৫ সালে ঢাকা ব্যাংকে যোগদান করেন। তার দীর্ঘ ও বৈচিত্র্যময় ২৭ বছরের কর্মজীবনে তিনি লোকাল অফিস, ধানমন্ডি শাখা, বনানী রোড ১১ শাখা ও কারওয়ান বাজার শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে সফলতা ও কৃতিত্বের সঙ্গে নিজ দায়িত্ব পালন করেছেন। তিনি দেশে ও বিদেশে অর্থ ও ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ ও সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ঢাকা ব্যাংকে যোগদানের আগে তিনি এনসিসিবিএল ও বেসিক ব্যাংক লিমিটেডেও কর্মরত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।