ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

স্বপ্ন’র গুলশান-১ শাখার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
স্বপ্ন’র গুলশান-১ শাখার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাকা: আট বছরে পা রাখলো দেশের অন্যতম রিটেইল ব্র্যান্ড চেইনশপ ‘স্বপ্ন’-এর গুলশান-১ শাখাটি। এ আউটলেটটি ২০১৫ সালে যাত্রা শুরু করে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে রঙ-বেরঙের বেলুন দিয়ে সাজানো হয়েছিল পুরো আউটলেট প্রাঙ্গণ।

এদিন সকালে আউটলেটে আসেন স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আউটলেটের কর্মীদের সঙ্গে কেক কাটেন তিনি।

স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, আমি স্বপ্নতে জয়েন করার পর যে কয়েকটা আউটলেট ডিজাইন করেছি তার মধ্যে একটা হচ্ছে গুলশান-১ আউটলেট। দেখতে দেখতে গুলশান-১ শাখার সাত বছর শেষ হয়ে আট বছরে পা রাখলো আজ। আমাদের এ আউটলেটে আসা সব ক্রেতাদের ভালোবাসার কারণে এটা সম্ভব হয়েছে। তাই এ আনন্দ শুধু আমাদের না, আমাদের এ শাখার সব সম্মানিত অতিথিদেরও।

এ সময় উপস্থিত ছিলেন- স্বপ্ন’র প্রসেস ইনোভেশন অ্যান্ড ডাটা সায়েন্স হেড খাজা আশহাদ বেলাল, সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার কামরুজ্জামান স্বাধীন, সিনিয়র রিজওনাল সেলস ম্যানেজার নাসিরুল কবির, রিজিওনাল সেলস ম্যানেজার জায়েদ ইমাম, আউটলেট ম্যানেজার আব্দুর রাজ্জাক, মোস্তাফিজুর রহমান, জাহিদুল ইসলাম প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছ, মাংস. তেল, সবজিসহ বেশ কিছু পণ্যে থাকছে আকর্ষণীয় অফার।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।