ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

বীণাপাণি বালিকা বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
বীণাপাণি বালিকা বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা: গোপালগঞ্জের বিদ্যাপিঠ বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২০ জানুয়ারি) পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

এবারই প্রথম এ ধরনের অনুষ্ঠান হলো।  

ওইদিন সকালে বীণাপাণি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সাবেক ছাত্রীদের একটি বর্ণাঢ্য র‌্যালি গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি অনুষ্ঠানের স্থল শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এসে গিয়ে শেষ হয়। এরপর জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন এবং বীণাপানি সাবেক ছাত্রীদের সংগঠনের থিম সং বাজানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়।  

বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শত শত সাবেক ছাত্রীদের পদচারণায় মুখরিত হয় অনুষ্ঠানস্থল।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা শহরের বীর মুক্তিযোদ্ধা রাশেদা খানম রিনা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসাগের প্রধান উপদেষ্টা খালেদা ফিরোজ জলি, ট্রান্সকম ইলেকট্রনিক্সের হেড অব বিজনেস সামির পল, বেক্সিমকো পাওয়ারের শেখ রেজাউল করিম, ডায়মন্ড ওয়ার্ল্ডের বিপ্লব সাহা, বেসাগের অর্থসচিব জিনাত রসুল রুনা, বেসাগের সদস্য সচিব সিলভিয়া আক্তার চীনা এবং বীণাপাণি বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মৃন্ময় বাড়ৈ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীণাপাণি এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (বেসাগ) আহ্বায়ক এবং উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা।  
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় বিভিন্ন শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।