ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

বেস্ট ইলেক্ট্রনিক পণ্য উৎপাদনকারী পুরস্কার পেল মিনিস্টার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
বেস্ট ইলেক্ট্রনিক পণ্য উৎপাদনকারী পুরস্কার পেল মিনিস্টার

ঢাকা: এবারের বাণিজ্যমেলায় বেস্ট ইলেক্ট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেড।  

সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপির কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেডের নির্বাহী পরিচালক মো. সামসুদ্দোহা শিমুল।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপি, এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।