ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

ভক্তদের ভ্রমণের গল্প শোনালেন কনটেন্ট ক্রিয়েটর নাদির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
ভক্তদের ভ্রমণের গল্প শোনালেন কনটেন্ট ক্রিয়েটর নাদির

ঢাকা: প্রথমবারের মতো ভ্রমণবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর নাদিরকে নিয়ে শেয়ারট্রিপ’র সৌজন্যে এবং দ্য মার্বেল-বি ইউর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নাদির’স ফ্যান মিট আপ।

সম্প্রতি ওই মিট আপ অনুষ্ঠিত হয়।

এতে প্রায় এক হাজার তিনশ’ নাদিরের ভক্ত অংশ নেন। অনুষ্ঠানে নাদিরের সঙ্গে তারা কথা বলেন এবং তাদের ভ্রমণবিষয়ক অভিজ্ঞতা শেয়ার করেন।  

নাদির অন দ্য গো একজন পুরস্কারপ্রাপ্ত কন্টেন্ট নির্মাতা। দেশব্যাপী লাখের অধিক ফলোয়ার তার কন্টেন্ট দেখে।

নাদির মার্বেল অব টুমোরো, বাংলাদেশের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার প্ল্যাটফর্মের ট্রাভেল ক্যাটাগরিতে পুরস্কার বিজয়ী।

অনুষ্ঠানটি কন্টেন্ট পার্টনার আরও উজ্জীবিত করেছে ডিজিটাল ‘কন্টেন্ট ক্রিয়েটর অরিজিনালস’। এছাড়াও সার্ভিস পার্টনার হিসেবে ছিল ‘ইউনিভার্সিটি অব স্কলার্স’এবং কমিউনিটি এনগেজমেন্ট পার্টনার হিসেবে ছিল ‘কলোনি অব আর্টস’।

নাদির বলেন, ‘আমি মার্বেল বি ইউ এবং শেয়ারট্রিপের কাছে কৃতজ্ঞ, এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। ভক্তদের সঙ্গে দেখা করে সত্যিই দারুণ লাগছে। ’

শেয়ারট্রিপের মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সামিউর রহমান বলেন, ‘যখন ভ্রমণের বিষয় আসে নাদির তখন লাখ মানুষের কাছে অনুপ্রেরণার নাম। শেয়ারট্রিপ এই প্রোগ্রামের অংশ হতে পেরে সত্যিই কৃতজ্ঞ।

তিনি বলেন, শুধুমাত্র নাদিরের জন্য নয়, যেকোনো ভ্রমণে শেয়ারট্রিপ সর্বদা পাশে আছে।

অনুষ্ঠানে নাদিরের সঙ্গে বাংলাদেশের আরও বেশ কয়েকজন ইনফ্লুয়েন্সার উপস্থিত ছিলেন।

এনায়েত চৌধুরী, আমিন হান্নান চৌধুরী, তৌফিকুল হাসান নিহাল, এনামুল হক পুরো অনুষ্ঠানটি আরও জীবন্ত করে তোলেন।

দর্শকদের এ আশাতীত সাড়া নিঃসন্দেহে একটি স্মৃতি হয়ে থাকবে। মার্বেল বি ইউ একের পর এক ইনফ্লুয়েন্সারদের নিয়ে সফলভাবে অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে এবং পরবর্তীতে আরও অনেক কিছু আসতেছে মার্বেলের পক্ষ থেকে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।