ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

ফোটন ডিলার শো-রুম উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
ফোটন ডিলার শো-রুম উদ্বোধন

ঢাকা: ফোটন বিশ্বের সর্বাধিক বিক্রিত সুনামধন্য বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড। এ পর্যন্ত বিশ্ব বাজারে ফোটন এক কোটির বেশি বিভিন্ন মডেলের বাণিজ্যিক গাড়ি বিক্রি করেছে।

বাংলাদেশে ফোটনের সব প্রকার বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে এ সি আই মটরস অতি সাফল্যের সঙ্গে সব রকম কার্যাবলী পরিচালনা করে আসছে।

আর আর মটরস, এ সি আই মটরসের ফোটন বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হয়ে শিল্প নগরী খুলনাতে যাত্রা শুরু করেছে। খুলনা নগরীর জিরো পয়েন্টে অবস্থিত শো-রুমে সেলস, সার্ভিস ও যন্ত্রাংসের সুবিধা পাওয়া যাবে। ফোটনের ১ থেকে ১.৫ টনের পিকআপসহ ফোটন ব্র্যান্ড নিউ অ্যাম্বুলেন্স ও মিনিবাস এ শো-রুমে পাওয়া যাবে।  

ফোটন শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এ সি আই মটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, ডিলার রাকিবুল হাসান রিজভি, এ সি আই মটরসের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অসংখ্য গ্রাহক ও শুভানুধ্যায়ী।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।