ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

অভ্যন্তরীণ কমিউনিকেশন সভা করল আইগ্যাস ইউনাইটেড

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
অভ্যন্তরীণ কমিউনিকেশন সভা করল আইগ্যাস ইউনাইটেড

ঢাকা: এলপিজি বাজারের শীর্ষস্থানে পৌঁছাতে অভ্যন্তরীণ কমিউনিকেশন সভা করেছে ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড।

সম্প্রতি রাজেন্দ্রপুরের ব্র্যাক সিডিএমে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে বিক্রয় দল, প্রধান কার্যালয়ের সদস্য এবং কারখানার প্রতিনিধিরা একত্রিত হন।

অনুষ্ঠানে সিইও আর্যুমান্ত পোলাট তার ভিশন শেয়ার করে বলেন, ইউনাইটেড আইগ্যাস, এলপিজি ইন্ডাস্ট্রিতে খুব শিগগিরই দেশের শীর্ষস্থানীয় কোম্পানি হয়ে উঠবে।

তিনি প্রতিটি ক্ষেত্রে যেমন প্রোডাক্ট, কর্মকর্তা-কর্মচারী, সাপ্লাই চেইন, ডিস্ট্রিবিউশন চ্যানেল, বিক্রয় এবং বিক্রয়োত্তর সেবা, নিরাপত্তা ও মানের প্রতি কোম্পানির দৃঢ় প্রতিশ্রুতির ওপর জোর দেন।

তিনি পারস্পরিক সহযোগিতা ও স্থিতিশীলতার গুরুত্বও তুলে ধরেন এবং সবাইকে একসঙ্গে কাজ করে এলপিজি শিল্পে নতুন মানদণ্ড স্থাপন এবং শীর্ষস্থান অবস্থান নিশ্চিত করার জন্য অনুপ্রাণিত করেন।

সিইওর বক্তব্যের পাশাপাশি পর্বতারোহী এম এ মোহিত তার নিজস্ব চ্যালেঞ্জ অতিক্রম করে অর্জিত সাফল্যের গল্প শেয়ার করেন, যা একটি অনুপ্রেরণা হিসেবে সবাইকে উজ্জীবিত করে।

সিএফও মি. হারুন ওর্তাজ, ইউনাইটেড গ্রুপের সিএইচআরও মি. মো. নওশাদ পারভেজ এবং জিএম অ্যান্ড হেড অব সেলস শওকত ওসমান জামিলও তাদের মূল্যবান বক্তব্য দিয়ে দলের সবাইকে অনুপ্রাণিত করেন।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।