ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা ইস্ট ও সেন্ট্রাল জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর রমনা পুলিশ কনভেনশন হলে এ সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জামাল উদ্দিন মজুমদার।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম, ঢাকা ইস্ট জোনপ্রধান মো. আমিনুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ গোলাম রব্বানী ও এ কে এম মাহবুব মোর্শেদ।
সম্মেলনে জোনদ্বয়ের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
আরবি