ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

চবির ২৬তম ব্যাচের পারিবারিক মিলনমেলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
চবির ২৬তম ব্যাচের পারিবারিক মিলনমেলা

ঢাকা: চট্টগ্রামের ফয়েজ লেক সি ওয়ার্ল্ডে গত শনিবার (১১ মার্চ) অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৬তম ব্যাচ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা।

সংগঠনের সভাপতি মোফাচ্ছেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি চবির পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান রোকনুজ্জামান আজাদ।

সৈয়দ তসলিম নেওয়াজের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- মহসিন ইয়াহিয়া খান, শাহ আলাম, ইস্কান্দার সিরাজ, রাশেদ, বদিউল আলাম, ফজলুল হক, বদরদ্দিন প্রমুখ।  

উপস্থিত ছিলেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মানজুর মাহমুদ, উত্তর জেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক।  

অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর জাতীয় সঙ্গীত, দেশের গান এবং শেষে ২১ এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।  

সমাপনী বক্তব্যে সভাপতি বলেন, আমাদের এ সংগঠন গতানুগতিক অনুষ্ঠান নির্ভর কোনো প্ল্যাটফর্ম নয়, এর মাধ্যমে জনকল্যাণই আসল উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।