ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

দুর্নীতি বন্ধ করা গেলে বাংলাদেশের উন্নতি কেউ ঠেকাতে পারবে না: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
দুর্নীতি বন্ধ করা গেলে বাংলাদেশের উন্নতি কেউ ঠেকাতে পারবে না: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দুর্নীতি বন্ধ করা গেলে নতুন বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ করা কেউ ঠেকাতে পারবে না।

তিনি ৬ জানুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত হামদর্দের আধুনিক কারখানায় আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন।

এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, হামদর্দের কাছ থেকে মানবসেবার প্রেরণা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে ।  

সভায় সভাপতিত্ব করেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আনোয়ার। উপস্থাপনা করেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক উৎপাদন বশির আহম্মদ, উপ-পরিচালক প্রশাসন এবং পরিচালক (অ.দা.) লিগ্যাল ও প্রটোকল মিজানুর রহমান।

ধর্ম বিষয়ক উপদেষ্টা আলোচনা সভা শেষে হামদর্দ আধুনিক কারখানার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং কারখানা প্রাঙ্গনে ভেষজ বৃক্ষ রোপণ করেন। পরে, ধর্ম বিষয়ক উপদেষ্টা মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং হামদর্দ জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণও করেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।