ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

ট্রেডিশনাল মেডিসিন সেল গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
ট্রেডিশনাল মেডিসিন সেল গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

ঢাকা: ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে ট্রেডিশনাল মেডিসিন সেল গঠন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালী ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।  

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল হক, ঔষধ প্রশাসনের পরিচালক মো. সালাহউদ্দিন, আইয়ুব হোসেন, মোজাম্মেল হোসেন, বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমানসহ ইউনানী, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক ও হারবাল ঔষধ শিল্পের প্রতিনিধিরা।  

সভায় জাতীয় স্বাস্থ্য সেবায় ট্রেডিশনাল মেডিসিনের ভূমিকা জোরদার করে এ শিল্পের ওষুধ রপ্তানিযোগ্য করতে এবং এ শিল্পখাতের উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে ‘ট্রেডিশনাল ও হোমিও মেডিসিন সেল’ গঠন করা হয়।  

এ সেল সংশ্লিষ্ট শিল্পখাতের যাবতীয় তদারকি থেকে শুরু করে উন্নয়ন, অগ্রগতি ও গবেষণাকল্পে সব ব্যবস্থা গ্রহণ করবে। ট্রেডিশনাল ও হোমিও মেডিসিন সেলের প্রধান হিসেবে রয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ