ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

আগুনে ক্ষতিগ্রস্ত এজেন্টদের পাশে বিকাশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
আগুনে ক্ষতিগ্রস্ত এজেন্টদের পাশে বিকাশ

ঢাকা: ঈদের মাত্র কয়েক দিন বাকি থাকতেই আগুনে পুড়লো রাজধানীর নিউ সুপার মার্কেট, বঙ্গবাজার ও উত্তরা বিজিবি মার্কেট। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিকাশ এজেন্টদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিকাশ।

আগুনে ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীরা সাময়িকভাবে যাতে ঘুরে দাঁড়াতে পারেন সেই উদ্দেশে তাদের পুড়ে যাওয়া দোকান পুনর্গঠনে সাহায্য করবে বিকাশ।

তাছাড়া সারা বছরই বিকাশের কোটি গ্রাহকরা অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পান। বিশেষ করে বিপদের সময় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে দ্রুত এগিয়ে আসেন। গ্রাহকরা বিকাশ অ্যাপের ‘ডোনেশন’ বাটনে গিয়ে তার পছন্দের দাতব্য প্রতিষ্ঠান নির্বাচন করে সাধ্যমতো যেকোনো পরিমাণ অর্থ ডোনেট করতে পারেন মানবতার সেবায়। বিকাশের এ প্ল্যাটফর্ম দাতা-গ্রহীতাদের সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ