ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

কর্পোরেট কর্নার

ওবায়দুল কাদেরের সঙ্গে রাজ্জাক খান রাজের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মে ১৪, ২০২৩
ওবায়দুল কাদেরের সঙ্গে রাজ্জাক খান রাজের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট, আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য চুয়াডাঙ্গার কৃতিসন্তান এম এ রাজ্জাক খান রাজ।

ওবায়দুল কাদের গত রোববার দুপুরে রাজধানীর বনানীস্থ সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে এম এ রাজ্জাক খান রাজের সঙ্গে সাক্ষাৎ ও কুশলাদি বিনিময় শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়ে চুয়াডাঙ্গা আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনীতি নিয়ে আলোচনা করেন।

তিনি চুয়াডাঙ্গা আওয়ামী লীগ ও সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এম এ রাজ্জাক খান রাজের মাধ্যমে শুভেচ্ছা জানান।

এ সময় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সব নেতাদের গণসংযোগ করতে হবে, ঘরে ঘরে যেতে হবে এবং যার যার এলাকায় দল গোছাতে হবে। কেননা আগামী নির্বাচন অত সহজ হবে না। প্রত্যেককে তার নির্বাচনী এলাকায় দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ১৪, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।