ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

দেশের ট্রান্সপোর্টে যোগ হলো টাটা মটরসের পিএলও বাস চেসিস

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, মে ১৫, ২০২৩
দেশের ট্রান্সপোর্টে যোগ হলো টাটা মটরসের পিএলও বাস চেসিস

ঢাকা: বিশ্বে প্রথম সারির অটোমোবাইল প্রস্তুতকারক টাটা মটরস ও এর অনুমোদিত পরিবেশক নিটল মটরস বাংলাদেশে নতুন টাটা এলপিও ১৬১৬ বাস চেসিস উদ্বোধন করেছে। আন্তঃনগর ও দূরপাল্লার বাস হিসেবে টাটা এলপিও ১৬১৬ দেবে সেরা পারফরম্যান্স, আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা এবং সহজে বাসের মালিক হবার দুর্দান্ত সুযোগ।

বাসটি তৈরির সময় টাটা মটরসের প্রাথমিক মনোযোগ ছিল পারফরম্যান্স ও ড্রাইভএবিলিটির ওপর। ফলে এটি হয়ে উঠেছে জ্বালানি সাশ্রয়ী এবং যাত্রী ও চালক উভয়ের জন্য আরামদায়ক। পাশাপাশি এ বাস পরিবহন মালিকদের মুনাফা বাড়িয়ে দেবে এবং তারা কম খরচে এর মালিক হতে পারবেন।

বাস উদ্বোধনী অনুষ্ঠানে টাটা মটরসের ভাইস প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি, কমার্শিয়াল ভেহিকেল বিজনেস অনুরাগ মেহরোত্রা বলেন, বাংলাদেশে বাণিজ্যিক গাড়ির সবচেয়ে বড় ব্র্যান্ড হিসেবে টাটা মটরস আধুনিক মবিলিটি স্যলুশনের মাধ্যমে এদেশে স্বতন্ত্র সেবা দিচ্ছে। টাটা এলপিও ১৬১৬ বাস প্ল্যাটফর্মটি আমাদের সেইসব সম্মানিত ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ডিজাইন করা হয়েছে, যারা চান একটি ভালো পারফরম্যান্স এবং সেই গাড়ি থেকে অধিক মুনাফা করতে চান আর স্বল্প খরচে সেই বাসটির মালিক হতে চান। টাটা মটরসের বাণিজ্যিক গাড়ি বহরের এ নতুন গাড়ির সঙ্গে দেশব্যাপী নিটল মটরসের উৎকৃষ্ট মানের সেবা দেওয়া অব্যাহত থাকবে। আমরা আত্মবিশ্বাসী যে আমাদের নতুন এ পণ্যটি পরিবহন মালিকদের জন্য অধিক লাভজনক হবে এবং যাত্রীদের জন্য হবে স্বাচ্ছন্দ্যময়।

অনুষ্ঠানে নিটল মটরস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেন, আমরা এদেশে টাটা মটরসের সর্বশেষ সংযোজন টাটা এলপিও ১৬১৬ বাস চেসিস পরিচয় করিয়ে দিতে পেরে আনন্দিত। নিটল মটরস টাটা মটরসের গর্বিত পরিবেশক এবং আমরা নিশ্চিত যে এ নতুন পণ্যটি অটোমোবাইল শিল্পে একটি গেম চেঞ্জার হবে। আমরা আমাদের গ্রাহকদের গুণগত মানের পণ্য ও সেবা দিতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি যে টাটা মটরস এর বাণিজ্যিক গাড়ির লাইন-আপে নতুন যোগ হওয়া এ বাহনটি গ্রাহকদের প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে।

টাটা এলপিও ১৬১৬ প্রমাণিত এবং নির্ভরযোগ্য Cummins 5.9L ইঞ্জিন দ্বারা চালিত, একটি জি-৬০০ গিয়ারবক্সের সঙ্গে সংযুক্ত, যা ১৪০০ আরপিএম এ ১৬০এইচপি শক্তি এবং ৫৬৯ এনএম টর্ক উৎপন্ন করে। গাড়িটি বিভিন্ন ধরনের বডি বিল্ডিং এর সুবিধার জন্য একটি সোজা ফ্রেমের চ্যাসিস এবং ইনসুলেটেড ফ্রন্ট অ্যান্ড কাঠামোসহ সরবরাহ করা হয়, যা অনেক ধরনের অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত।

চেসিসটি ৫৭০০ মিমি হুইলবেসে পাওয়া যাচ্ছে, যার সঙ্গে একটি শক্তিশালী ওয়েভেলার সাসপেনশন ও ইন্টিগ্রাল হাইড্রোলিক পাওয়ার-সহায়ক টিল্ট এবং টেলিস্কোপিক টাইপ স্টিয়ারিং রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ১৫, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।