ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

কটলার অ্যাওয়ার্ড জিতলেন শেয়ারট্রিপের সাদিয়া হক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, মে ২৪, ২০২৩
কটলার অ্যাওয়ার্ড জিতলেন শেয়ারট্রিপের সাদিয়া হক

ঢাকা: ‘উইমেন লিডার অব দ্য ইয়ার’ হিসেবে সম্মানজনক কটলার অ্যাওয়ার্ড জিতেছেন শেয়ারট্রিপের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক। এর মাধ্যমে পেশাগত ক্ষেত্রে তার ঝুলিতে যুক্ত হলো আরও একটি অর্জন।

রাজধানীর বনানীতে অবস্থিত শেরাটন হোটেলে সম্প্রতি মডার্ন মার্কেটিং সামিট ২০২৩ এ আনুষ্ঠানিকভাবে কটলার অ্যাওয়ার্ড দেওয়া হয়।

শীর্ষস্থানীয় মার্কেটিং কনসালটেন্সি ফার্ম কটলার ইমপ্যাক্ট ইনকরপোরেশন ও দ্য ডেইলি স্টারের সহযোগিতায় এ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে নর্দার্ন এডুকেশন গ্রুপ।

কটলার অ্যাওয়ার্ডসের লক্ষ্য হলো বিপণন, যোগাযোগ ও ব্যবসা ব্যবস্থাপনার ক্ষেত্রে শীর্ষ পর্যায়ের পেশাজীবী ও ব্যতিক্রমী উদ্যোগগুলোকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে বিশ্বব্যাপী ব্যবসায়িক শ্রেষ্ঠত্বকে সম্মান জানানো।

এ অ্যাওয়ার্ডের মাধ্যমে দেশের বিপণন সংশ্লিষ্ট পেশাজীবী, ব্যবসায়িক নেতাদের ও খাত বিশেষজ্ঞদের এক সঙ্গে হয়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সক্ষম হয়েছে এমন ব্যবসায়িক উদ্যোগগুলোকে এ অ্যাওয়ার্ড দেওয়ার মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।

দেশের বিজনেস কেস স্টাডি নিয়ে অনুষ্ঠানে ‘প্রিন্সিপালস অব মডার্ন মার্কেটিং’ শীর্ষক একটি বই উন্মোচন করা হয়।

এ অর্জন নিয়ে শেয়ারট্রিপের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক বলেন, আজ এখানে দাঁড়িয়ে, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সামনে সম্মানজনক এ মার্কেটিং
অ্যাওয়ার্ড নিতে পেরে ‘অস্কার ও গ্র্যামি’ এই দু’টি পদক এক সঙ্গে পাওয়ার মতো অনুভূতি হচ্ছে। অন্যান্য বিজয়ীরা তাদের দক্ষতার মাধ্যমে দেশে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তাদের পাশাপাশি এ প্ল্যাটফর্মের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি। দেশের ভ্রমণ খাত সম্ভাবনাময় একটি খাত। ভবিষ্যতে এ খাতের আরও সম্প্রসারণ ঘটবে এবং সাধারণ মানুষ ভ্রমণে আকৃষ্ট হবেন। এক্ষেত্রে নিরলস কাজ করে যাচ্ছে শেয়ারট্রিপ। এ স্বীকৃতি আমাকে অনেক বেশি উজ্জীবিত করেছে। আমার বিশ্বাস, আমাদের আরও অনেক দূর যেতে হবে; এটা তো কেবল শুরু মাত্র।

বিভিন্ন খাতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সাদিয়া হকের; মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান, বহুজাতিক প্রতিষ্ঠান এবং মিডিয়া ও প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি। দীর্ঘদিনের সমৃদ্ধ অভিজ্ঞতা আর বিশেষ দক্ষতার আলোকেই তিনি শেয়ারট্রিপ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন, যা মাত্র চার বছরের মধ্যেই মার্কেট লিডারে পরিণত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মে ২৪, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।