ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

ওকে ওয়ালেট-এমটিবির মধ্যে ক্যাশ আউট সেবার চুক্তি সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
ওকে ওয়ালেট-এমটিবির মধ্যে ক্যাশ আউট সেবার চুক্তি সই

ওয়ান ব্যাংক পিএলসি’র মোবাইল ব্যাংকিং সেবা ‘ওকে ওয়ালেট’র গ্রাহকদের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি সারাদেশের সকল এটিএম বুথ থেকে ক্যাশ আউট সেবা চালু করেছে। সম্প্রতি এমটিবি সেন্টার, গুলশানে এই সেবাটি উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান। এই সেবার মাধ্যমে ওকে ওয়ালেট গ্রাহকবৃন্দ তাদের ব্যক্তিগত ওকে ওয়ালেট একাউন্টের মাধ্যমে কেবলমাত্র ওটিপির মাধ্যমে নিরাপদ এবং সুবিধাজনকভাবে নগদ অর্থ উত্তোলন করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪   
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।