ঢাকা: দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের আয়োজনে সংস্থাটির অংশীদার এবং শুভানুধ্যায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’। শনিবার (৪ জানুয়ারি) গুলশান-২ এ অবস্থিত মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডুসহ সংস্থাটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
টুর্নামেন্টের সাফল্য কামনা করে অজয় কুমার কুন্ডু বলেন, প্রতিদিনকার আনুষ্ঠানিক বিভিন্ন যোগাযোগের বাইরে মিডিয়া ইন্ডাস্ট্রির সবাই মিলে একসাথে এভাবে ব্যাডমিন্টন কোর্টের আনন্দঘন পরিবেশে প্রতিদ্বন্দ্বিতায় নামার সুযোগ কিন্তু হয়ে ওঠে না। আমরা আনন্দিত যে, এই সুযোগটা মিডিয়াকম তৈরি করতে পেরেছে এবং কৃতজ্ঞ আমাদের বন্ধুদের প্রতি, যারা আমাদের ডাকে সাড়া দিয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
কর্পোরেট সংস্থা, সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদমাধ্যম, রেডিওসহ বিভিন্ন মাধ্যমের ৩৩টি প্রতিষ্ঠান থেকে একটি করে দল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে।
২ সদস্যবিশিষ্ট দলগুলো আটটি গ্রুপে ভাগ হয়ে ফাইনাল এবং সেমিফাইনালসহ মোট ৬৭ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। ম্যাচগুলো বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের অফিশিয়াল আম্পায়ারদের দ্বারা পরিচালিত হবে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো, সময় টেলিভিশন, আরটিভি, এইজিস সার্ভিসেস লিমিটেড, দীপ্ত টেলিভিশন, নিউজটোয়েন্টি ফোর, চ্যানেল টুয়েন্টি ফোর, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, বিজয় টিভি, ডি সেলস, মাছরাঙা টেলিভিশন, ঢাকা ট্রিবিউন, এমজিআই আইটি, বিডিক্রিকটাইম, দৈনিক মানবকণ্ঠ, পার্পল প্যাচ, এসএ টিভি, ইনফ্লুয়েন্সার হাব, ডিবিসি, বাংলাদেশ প্রতিদিন, মোহনা টিভি, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, দুরন্ত টেলিভিশন, এখন টিভি, বাংলা টিভি, প্রিয়ন্তী এডিট অ্যান্ড ইফেক্টস, এস্কিমি, ভিশন ইলেকট্রনিকস, একাত্তর টিভি, বাংলা ট্রিবিউন, ইন্ডিপেনডেন্ট টিভি, এমজিআই অডিট অ্যান্ড সিরামিক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এনটিভি।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
এএটি