ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

বর্ণিল আয়োজনে রূপায়ণ সিটি উত্তরায় সামার ফেস্ট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
বর্ণিল আয়োজনে রূপায়ণ সিটি উত্তরায় সামার ফেস্ট

ঢাকা: বৈশাখের এ তাপদাহে কিছুটা স্বস্তির পরশ বুলিয়ে দিতে ‘দেশের প্রথম সিটি ব্র্যান্ড-রূপায়ণ সিটি’ বর্ণিল আয়োজনে উদযাপন করছে ‘সামার ফেস্ট-২০২৪’।

প্রিমিয়াম মেগাগেটেড কমিউনিটি ‘রূপায়ণ সিটি উত্তরায়’ রূপায়ণ গ্র্যান্ড এর সুইমিং পুল সংলগ্ন ব্লক-বি লাউঞ্জে ২৬ ও ২৭ এপ্রিল বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে এ সামার ফেস্ট।

আনন্দঘন এ অনুষ্ঠানে ‘রূপায়ণ সিটি’র সম্মানিত ক্লায়েন্ট ও আমন্ত্রিত অতিথিরা মনোমুগ্ধকর এ আয়োজন উপভোগ করেন।

‘রূপায়ণ সিটি’ ব্র্যান্ড সব সময়েই দেশীয় সংস্কৃতিকে ধারণ করে আর তারই ধারাবাহিকতায় ‘সামার ফেস্ট’ এর অংশ হিসেবে রয়েছে বাংলার চিরায়ত বাউল সংগীত ও বিশেষ কবিতা আবৃত্তির আসর।

‘ব্রেক দ্য স্কয়ার ফিট স্টোরি’ এ দর্শনের মাধ্যমে রূপায়ণ সিটি, বাংলাদেশের গেটেড কমিউনিটির ধারণাকে দিয়েছে নতুন মাত্রা। যার ফলে রচিত হয়েছে প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি-রূপায়ণ সিটি উত্তরা।

দেশীয় সংস্কৃতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে ‘রূপায়ণ সিটি’ ভবিষ্যতেও আরও বিভিন্ন অনন্দমুখর উৎসব আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।