ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

আবারও সিআইপি হলেন এম এ রাজ্জাক খান রাজ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, মে ১১, ২০২৪
আবারও সিআইপি হলেন এম এ রাজ্জাক খান রাজ

ঢাকা: বাণিজ্য খাতে অবদান এবং বাণিজ্য সংগঠনে নেতৃত্বর জন্য পুনরায় বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে (সিআইপি) কার্ড পেয়েছেন মিনিস্টার - মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট (২০২১ - ২০২৩) এম এ রাজ্জাক খান রাজ।  

দেশের রপ্তানি এবং বাণিজ্য (ট্রেড) খাতে বিশেষ অবদান রাখার জন্য মিনিস্টার - মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট (২০২১ - ২০২৩) এম এ রাজ্জাক খান রাজসহ ১৮৪ জন ব্যবসায়ীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি হিসেবে মনোনীত করা হয়।

 

সম্প্রতি রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ১৪০ জন ব্যবসায়ী নেতাকে সিআইপি (রপ্তানি) এবং ৪৪ জন ব্যবসায়ী নেতাকে সিআইপি (ট্রেড) সম্মানে ভূষিত করা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ব্যবসায়ীদের হাতে কার্ড তুলে দেন বাণিজ্য প্রতিমন্ত্রী জনাব আহসানুল ইসলাম টিটু। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান ও এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম প্রমুখ।

২০২২ অর্থবছরে রপ্তানি বাণিজ্যে অবদানের জন্য এবার সিআইপি কার্ড প্রদান করা হয়। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে এ অনুষ্ঠানটি আয়োজন করেছিল।  

প্রসঙ্গত, সিআইপি কার্ডধারীরা সচিবালয়ে প্রবেশে বিশেষ পাস কার্ড পেয়ে থাকেন। ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও নৌপথে আসন এর ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এমনকি বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারেরও সুযোগ পাবেন। কার্ডটির মেয়াদ এক বছর।  

এ বিষয়ে এম এ রাজ্জাক খান রাজ বলেন, আমি আবারও বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আমার কাজের স্বীকৃতি স্বরূপ সিআইপি (ট্রেড) কার্ড প্রদানের জন্য। আমি সর্বদা শিল্পের কল্যাণে কাজ করে থাকি।  দেশ ও মানুষের কথা ভেবে বাংলাদেশের শিল্প ক্ষেত্রকে আরও উন্নত করতে আমি বদ্ধপরিকর। আর এ সম্মাননা আমাকে আরও অনুপ্রাণিত করবে দেশের বাণিজ্য ও রপ্তানিকে সম্প্রসারিত করতে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মে ১১, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।