ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় সিএসই-চেল্লা সফটের চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মে ১৩, ২০২৪
কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় সিএসই-চেল্লা সফটের চুক্তি

ঢাকা: কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার লক্ষ্যে ক্লিয়ারিং সেটেলমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট ব্যবস্থার জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং চেল্লা সফটওয়্যার প্রাইভেট লিমিটেড-ইন্ডিয়ার (চেল্লা সফট) মধ্যে একটি সফটওয়্যার লাইসেন্সিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১৩ মে) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় চেল্লা সফট চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে কমোডিটি ডেরিভেটিভস, ইকুইটি ডেরিভেটিভস কন্ট্রাক্টসহ রিয়েল টাইমে সেটেলমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এবং কোল্যাটারাল ম্যানেজমেন্টের স্বয়ংক্রিয় সিস্টেম প্রদান করবে।

সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার এবং চেল্লা সফট‌ের প্রেসিডেন্ট সুনীল মাংলো স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় সিএসই’র বোর্ড সদস্যরা এবং চেল্লা সফটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, মে ১৩, ২০২৪
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।