ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

গবেষণা ও ক্যারিয়ার উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি-গ্রামীণফোনের সমঝোতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
গবেষণা ও ক্যারিয়ার উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি-গ্রামীণফোনের সমঝোতা

ঢাকা: ব্র্যাক ইউনিভার্সিটি ও দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার উন্নয়নে প্রতিষ্ঠান দুটি একসঙ্গে কাজ করবে।

ব্র্যাক ইউনিভার্সিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তি যৌথ গবেষণা প্রকল্প, প্রশিক্ষণ কর্মসূচি ও কর্মশালার মাধ্যমে গবেষণা, শিক্ষা ও ক্যারিয়ার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে এবং এর ফলে অ্যাকাডেমিক উৎকর্ষ আরও বাড়বে। এর ফলে লেকচার, সেমিনার ও কনফারেন্সের মতো বিভিন্ন জ্ঞানভিত্তিক ইভেন্ট অনুষ্ঠিত হবে যেখানে শিক্ষার্থী, অ্যাকাডেমিক ও ইন্ডাস্ট্রি লিডাররা একত্রিত হবেন এবং যা তাদের মধ্যে মতবিনিময়ের সুযোগ করে দেবে।  

এ চুক্তির ফলে শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, বিজ্ঞান ও বিজনেস স্টাডিজের মতো উচ্চ চাহিদাসম্পন্ন বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ লাভ করবেন, যা তাদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন করে গড়ে তুলবে। ব্র্যাক ইউনিভার্সিটি ও গ্রামীণফোন বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) কার্যক্রমেও যৌথভাবে কাজ করবে। এছাড়া গ্রামীণফোনের ক্যাম্পাস কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা, ক্যারিয়ার উন্নয়নের পরামর্শ ও ইন্ডাস্ট্রি অভিজ্ঞতার সুযোগ করে দেবে, যা অ্যাকাডেমিক ও পেশাগত ক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে।

ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে আয়োজিত এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, ব্র্যাক বিজনেস স্কুলের অ্যাসোসিয়েট ডিন (ভারপ্রাপ্ত ডিন) প্রফেসর মুজিবুল হক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ড. সাদিয়া হামিদ কাজী, ডিরেক্টর অব কমিউনিকেশন্স খায়রুল বাশার ও স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।

গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন, ব্র্যাক ইউনিভার্সিটির অ্যালামনাই ও গ্রামীণফোনের ডিজিটাল চ্যানেল ও ডিস্ট্রিবিউশনের প্রধান জাহিদুজ জামান এবং এমপ্লয়ার ব্র্যান্ড এক্সপার্ট আশফাক হোসেন।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ বলেন, এ ধরনের সহযোগিতা ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার অভিজ্ঞতা পরিবর্তনে সাহায্য করছে, যেখানে বাস্তব কাজের জ্ঞান সরাসরি আমাদের অ্যাকাডেমিক প্রোগ্রামে যুক্ত হচ্ছে। গ্রামীণফোনের সঙ্গে একত্রিত হয়ে আমরা শিক্ষার্থীদের এমন দক্ষতা অর্জনে সহায়তা করছি, যা শুধু ইন্ডাস্ট্রির মান পূরণই করছে না, সেই সঙ্গে দ্রুত পরিবর্তনশীল চাকরির বাজারে নতুন উদ্ভাবন ও নেতৃত্বের পথও তৈরি করছে।

রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড এ অংশীদারিত্বকে শিক্ষার্থীদের জন্য অ্যাকাডেমিয়া ও শিল্পের মধ্যে সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেন।  

তিনি বলেন, এ চুক্তি আমাদের শিক্ষার্থীদের এমন দক্ষতা অর্জনে সহায়তা করবে, যা অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে ব্যবধান কমাবে। এ সমঝোতা স্মারক আমাদের সমন্বিত ও ক্যারিয়ারমুখী শিক্ষা দেওয়ার লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন বাংলাদেশের উন্নয়নে গ্রামীণফোনের প্রতিশ্রুতির কথা তুলে ধরে বলেন, দেশের উন্নয়নে অবদান রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা ও শক্তি ইন্ডাস্ট্রির উন্নয়নে অপরিহার্য ভূমিকা পালন করবে।

বাংলাদেশ সময়: ০৮১৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।