ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

অত্যাধুনিক পণ্য প্রদর্শন করছে এনার্জিপ্যাক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
অত্যাধুনিক পণ্য প্রদর্শন করছে এনার্জিপ্যাক

ঢাকা: দেশের বৃহত্তম মেরিটাইম ও অফশোর প্রদর্শনী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপোর ২০২৪ (বিমক্স) অংশগ্রহণ করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। এক্সপোতে প্রতিষ্ঠানটি আগত দর্শনার্থীদের সামনে নিজেদের অত্যাধুনিক পণ্যগুলো তুলে ধরে।

সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত এ প্রদর্শনীতে জাহাজ নির্মাণ, জাহাজ রিসাইক্লিং, অফশোর তেল ও গ্যাস সহায়তা, শিপিং লজিস্টিক ও বন্দর, মাছ ধরার জাহাজ ও মৎস্য এবং অটোমেশন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন স্টল দেওয়া হয়েছে।  

প্রদর্শনীতে এনার্জিপ্যাক (আইএসও প্রত্যয়িত প্রতিষ্ঠান) বিশ্বখ্যাত চীনা ব্র্যান্ড ‘ওয়াইসি ডিজেল’র পণ্যগুলো প্রদর্শন করছে। দর্শনার্থীরা স্টল নম্বর ২৩-২৪-এ গিয়ে অভিজ্ঞ পেশাজীবীদের থেকে এ পণ্য সম্পর্কে জানতে পারবেন। এই প্রদর্শনী চলবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই এক্সপোর উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।  

অনুষ্ঠানে বিভিন্ন অতিথি, বিদেশি কূটনীতিক এবং বেসরকারিখাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

এ বিষয়ে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র চিফ বিজনেস অফিসার (মেরিন ইঞ্জিনিয়ার) মোহাম্মদ মাসুম পারভেজ বলেন, বিমক্স দেশের সবচেয়ে বড় মেরিটাইম এক্সপো। এই এক্সপো জাহাজ এবং শিপিং লজিস্টিক সম্পর্কিত পণ্য প্রদর্শনের জন্য একটি চমৎকার সুযোগ। এনার্জিপ্যাক বিখ্যাত ‘ওয়াইসি ডিজেল’র ইঞ্জিন সরবরাহ করে। এছাড়া এই পণ্যগুলোর বিক্রয়োত্তর সেবা ও যন্ত্রাংশ সহায়তাও নিশ্চিত করছি আমরা। এক্সপোতে আমাদের স্টলে এসে খাতসংশ্লিষ্ট পেশাজীবী ও দর্শনার্থীরা এনার্জিপ্যাক ও মেরিন ইন্ডাস্ট্রির ওয়াইসি পোর্টফোলিও সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

উল্লেখ্য, এনার্জিপ্যাক গুয়ানশি ইউচাই মেশিনারি গ্রুপ কোম্পানি লিমিটেড নামে পরিচিত ‘ওয়াইসি ডিজেল’র অনুমোদিত ডিলার। ইনল্যান্ড রিভার শিপিং ও মহাসাগরে মাছ ধরার নৌযানের জন্য অত্যাধুনিক প্রযুক্তিতে মেরিন ইঞ্জিনগুলো তৈরি করে ইউচাই।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।