ঢাকা: জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও অ্যানুয়াল রিওয়াড প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জেসিএক্স বিজনেস টাওয়ারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেসিএক্স গ্রুপের চেয়ারম্যান ও জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী।
এ সময় পরিচালক সিদ্দিকুর রহমান, এম মুহিত হাসান, আসিফ মাহমুদ চৌধুরী, মির্জা গোলাম রহমান, কোম্পানির প্রধান পরিচালন কর্মকর্তা কর্নেল (অব.) এবিএম মিজানুর রহমানসহ জেসিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড, জেসিএক্স শিপিং, জেসিএক্স ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়র ও জেসিএক্স হসপিটালিটি ইন্ডাস্ট্রির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় নতুন বছরে বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়। মন্দার মধ্যেও গ্রাহক সন্তুষ্টিতে নতুন নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে সময় মতো ক্রেতাদের কাছে হস্তান্তর করার বিষয়টি উঠে আসে। বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকা ও জলসিডি আবাসন প্রকল্প, নিকেতন ও উত্তরায় ৬৫টির বেশি প্রকল্প বাস্তবায়ন করছে জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড।
বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
আরবি