ঢাকা: দেশের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও, এবার নিয়ে এলো এইম ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫। পাঠাও হেডকোয়ার্টারে একটি অরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে প্রোগ্রামটি উদ্বোধন করা হয়।
২০২২ সাল থেকে শুরু হওয়া এ প্রোগ্রামে, সমস্যার সমাধান চিন্তা করা থেকে শুরু করে, সমাধানের পরিকল্পনা ও সফলভাবে কাজ শেষ করার ব্যাপারে ভূমিকা রেখে ডিজিটালের ভবিষ্যতের জন্য দক্ষ মানুষ তৈরি করতে সাহায্য করছে।
এ বছর, এইম ইন্টার্নশিপ প্রোগ্রামে দেশের বিভিন্ন স্থান থেকে রেকর্ড-ব্রেকিং পাঁচ হাজার আবেদন জমা পড়েছে, যা ক্যারিয়ার তৈরির সুযোগ হিসেবে খুবই জনপ্রিয়তা পেয়েছে।
শীর্ষস্থানীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পার্টিসিপেন্ট থেকে কঠোর বাছাই প্রক্রিয়ার পর, ২১ জন মেধাবী পার্টিসিপেন্ট এই প্রোগ্রামে জায়গা করে নিয়েছেন।
পাঠাও-এর হেড অব এইচআর এইচ এ সুইটি, এইম প্রোগ্রামের মেধাবী পার্টিসিপেন্টদের উৎসাহ দিয়ে বলেন, ‘প্রিয় এইমা’রস, পাঠাও পরিবারের অংশ হওয়ার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন। আপনাদের মতো উচ্ছ্বাস আর নতুন চিন্তাভাবনা নিয়ে কাজ করার মানুষদের টিমে পেয়ে আমরা খুব খুশি। আমি বিশ্বাস করি, আপনাদের প্রতিভা আর উদ্যম এখানে বড় কিছু আনবে। পাঠাও-এ আপনাদের যাত্রা আনন্দদায়ক এবং সফল হোক এই শুভকামনা রইল। আর মনে রাখবেন, আমি এবং আমার টিম সবসময় আপনাদের পাশে আছি। পাঠাও-এ আপনাদের আন্তরিকভাবে স্বাগতম জানাই; ভবিষ্যতের উদ্ভাবকদের জন্য দারুণ অভিজ্ঞতা এইম ইন্টার্নশিপ প্রোগ্রামটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ইন্টার্নরা হাতে-কলমে কাজ করতে পারে, বাস্তব সমস্যার সমাধান শিখতে পারে এবং বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ পেতে পারে। এ বছরের প্রোগ্রামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা অংশ নিয়েছে, যেমন: নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং আরও অনেকে।
পাঠাও তরুণদের ক্ষমতায়ন এবং তাদের প্রতিভা বিকাশে কাজ করে যাচ্ছে। এই প্রোগ্রামের মাধ্যমে তরুণরা নতুন কিছু শিখে তাদের যোগ্যতা দেখানোর সুযোগ পাচ্ছেন।
পরবর্তী প্রজন্মের জন্য পাঠাও-এর ভিশন প্রতি বছর শেষের দিকে শুরু হওয়া এইম ইন্টার্নশিপ প্রোগ্রাম এখন বাংলাদেশের কর্পোরেট ইন্টার্নশিপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান ধারণ করেছে। ২০২৫ সালের ইন্টার্নরা নতুন একটি এক্সাইটিং যাত্রা শুরু করবে, যেখানে তারা নতুন নতুন ধারণা নিয়ে একে অপরের সঙ্গে কাজ করবে এবং সবার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। এর মাধ্যমে পাঠাও তরুণদের প্রতিভা বিকাশ এবং দেশের ডিজিটাল রূপান্তরে নেতৃত্ব দেওয়ার অবস্থান আরও দৃঢ় করছে।
২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে।
১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, তিন লাখ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, এক লাখ মার্চেন্ট এবং ১০ হাজার রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে পাঁচ লাখেরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
আরআইএস