মসজিদে নববীতে প্রিয় নবী (সা.) এর রওজার নিকটস্থ ‘রিয়াজুল জান্নাতে’ই (জান্নাতের বাগান) মসজিদে নববীর মিহরাব। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, ‘আমার ঘর ও আমার মিম্বরের মধ্যবর্তী স্থানটি জান্নাতের বাগানসমূহ হতে একটি বাগান আর আমার মিম্বর আমার হাউজের ওপর।
‘রিয়াজুল জান্নাত’ পুরো পৃথিবীর মধ্যে সম্পূর্ণ ব্যতিক্রম। পৃথক বৈশিষ্ট্যপূর্ণ অত্যধিক বরকতময় স্থান। ভূপৃষ্ঠের কোথাও এর মতো জায়গা নেই। এখানে নফল নামাজ ও ইবাদত করার জন্য সাহাবায়ে কেরামের ভিড় লেগে থাকতো সব সময়। মসজিদে নববীর এ অংশ আজও মুমিনদের অন্তরে প্রশান্তির কারণ হয়ে আছে।
রিয়াজুল জান্নাতে মসজিদে নববীর যে মিহরাব রয়েছে, তাতে নতুন মাইক্রোফোন স্থাপন করা হয় মুসল্লিদের উৎকৃষ্ট মান ও গুণসম্পন্ন কেরাত-শ্রুতি উপহার দিতে। মসজিদুল হারাম ও মসজিদে নববীর কার্যপরিচালনা পরিষদ কর্তৃপক্ষ রোববার (২৮ এপ্রিল) এ কাজটি বাস্তবায়ন করে।
নতুন মাইক্রোফোনগুলোয় শিল্পের গুণমান, শব্দ-ধ্বনির সৌন্দর্য-মধুরতা ও উচ্চ সংবেদনশীলতার বিভিন্ন বৈশিষ্ট্য সমন্বিত রয়েছে। মসজিদুল হারাম ও মসজিদে নববীর কার্যপরিচালনা পরিষদের মহাপরিচালক শায়খ ড. আবদুর রহমান বিন আব্দুল আজিজ আস-সুদাইস ও মসজিদে নববীর কার্যপরিচালনা পরিষদের সভাপতি ড. মুহাম্মদ বিন আহমাদ আল-খুদাইরির তত্ত্বাবধানে মাইক্রোফোন পরিবর্তনের কাজ সম্পন্ন করা হয়।
ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এমএমইউ