ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

মসজিদুল হারাম-মসজিদে নববীতে ইতিকাফের রেজিস্ট্রেশন শুরু

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মে ৪, ২০১৯
মসজিদুল হারাম-মসজিদে নববীতে ইতিকাফের রেজিস্ট্রেশন শুরু হারামাইন শরিফাইনে ইতিকাফের রেজিস্ট্রেশন শুরু। ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজানের অন্যতম ইবাদত ও আকর্ষণ ইতিকাফ পালন। ইতেকাফ মুমিন-হৃদয়ের নিভৃতের পরম সুখানন্দ। আর ইতিকাফ পালন যদি হয় পবিত্র মক্কা শরিফের মসজিদে হারামে অথবা মসজিদে নববিতে—যেখানে মহানবী (সা.) ও তার প্রিয় সাহাবিরা নিয়মিত ইতিকাফ থেকেছেন। তাহলে নিশ্চয় এটি অনন্য সৌভাগ্যের বিষয়।

হারামাইন শরিফাইনের (মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী) পবিত্র পরিবেশে দেশ-বিদেশের অনেকেই ইতিকাফ করতে চান। যেখানে একেকটি রাকাত নামাজের সওয়াব বহুগুণে বেড়ে যায়।

এমন আবেগঘন ও স্বর্গীয় জ্যোতিস্নাত পরিবেশে লাইলাতুল কদরের হাতছানি সবাইকেই মুগ্ধ করে। এমন সুযোগ কেউ হারাতে চায় না।

সোমবার (২৯ এপ্রিল) থেকে মক্কার হারাম শরিফে এবং মঙ্গলবার (৩০ এপ্রিল) থেকে মদিনার মসজিদে নববীতে ইতিকাফের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। অনেক ইতিকাফকারী অবশ্য রেজিস্ট্রেশন করা ছাড়া বেনামে থাকেন। তবে রেজিস্টারভুক্ত হলে কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়। নির্দিষ্ট পরিচয়পত্র থাকে, প্রয়োজনীয় আসবাব সরবরাহ করা হয়, নির্ধারিত স্থানে ইতিকাফের সুযোগ ও সামানাপত্র নিয়ে থাকার অনুমতি ইত্যাদি।

পবিত্র হারামাইন শরিফাইনে ইতিকাফের মেয়াদকাল দশদিন। চাঁদ সাপেক্ষে তা শেষ হয়। রমজান মাসের ২০ তারিখ থেকে ঈদের আগের রাতের এশার নামাজ পর্যন্ত। প্রথম দিকে যারা নাম তালিকাভুক্ত হন, তাদের জন্য বাড়তি সুযোগ-সুবিধার নিশ্চয়তা বেশি থাকে।

আগ্রহী মুসুল্লিগণ নিম্নোক্ত ঠিকানায় অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেন: http://www.gph.gov.sa/fbclid=IwAR3d1hKI7w28FCXJQh7M3Itqynhalow8EQYoYdxl1cGkPjmFzvDMJjsZqnQ

ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ১৫০০  ঘণ্টা, মে ০৪, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।