মক্কার সবচেয়ে বড় গ্র্যান্ড মসজিদ ঘিরে প্রতিবছর রমজানে থাকে উৎসবের আমেজ। সৌদি বাদশার কঠোর নিষেধজ্ঞায় সেই মসজিদেও সীমিত করা হয়েছে তারাবিসহ সব ওয়াক্তের নামাজ।
ছবিতে দেখে নেওয়া যাক প্রথম রমজানে কেমন ছিল মক্কা গ্র্যান্ড মসজিদের চিত্র:
মক্কা গ্র্যান্ড মসজিদ সংলগ্ন কাবা শরিফে চলছে তারাবির নামাজ। অন্যবার পুরো চত্বরে মুসল্লিদের ঠাঁই মেলে না। এবার সেখানে শখানেক মুসল্লি।
নামাজের পর জীবাণুমুক্ত করা হচ্ছে কাবা শরিফ প্রাঙ্গণ।
রমজানে কাবা শরিফ। এ চিত্র একেবারেই বেমানান।
রমজানে ফাঁকা গ্র্যান্ড মসজিদ।
প্রথম রমজানের দিন কাবা শরিফের দরজার সামনে পুলিশ প্রহরা।
প্রতিবছর রমজান মাসজুড়ে গ্র্যান্ড মসজিদে অন্তত ১০ লাখ মানুষ নামাজ আদায় করেন। এবার এভাবে চলতে থাকলে সেই সংখ্যা ১০ হাজারও হবে না।
প্রতিবছর রমজানে মক্কাবাসী পরিবারের সঙ্গে ইফতার শেষে চেষ্টা করেন গ্র্যান্ড মসজিদে নামাজ আদায়ের চেষ্টা করেন। এবার সেটা এমন কয়েকজনে সীমাবদ্ধ করোনা ভাইরাসের কারণে।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
এএ