ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

এপিএ বাস্তবায়নে ২য় স্থানে রূপালী ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এপিএ বাস্তবায়নে ২য় স্থানে রূপালী ব্যাংক এপিএ বাস্তবায়নে ২য় স্থানে রূপালী ব্যাংক

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে রূপালী ব্যাংক ২০২০-২১ অর্থ বছরের জন্য সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে সব সরকারি ব্যাংকের মধ্যে ২য় স্থান অর্জন করেছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মেলন কক্ষ থেকে এ পুরস্কার দেওয়া হয়।

২য় স্থান অর্জন করায় রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন- ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, জিএম মো. হারুনুর রশীদসহ এপিএ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।