ঢাকা: কৃষি যান্ত্রিকীকরণের লক্ষ্য নিয়ে যাত্রার শুরু থেকে এসিআই মটরস কাজ করে যাচ্ছে কৃষি ও কৃষকের উন্নয়নে। অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি ও দেশজুড়ে বিস্তৃত সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে সর্বদা পাশে থাকার অঙ্গীকার বহন করে এসিআই মটরস।
পবিত্র মাহে রমজান ও বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে ১৪ এপ্রিল, ২০২২ এসিআই মটরসের সব শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে দেশব্যাপী ৩৩টি জায়গায় আয়োজন করা হয় বৈশাখী ইফতার। এ বৈশাখী উৎসবে অংশগ্রহণ করে এসিআই মটরসের গ্রাহক, ডিলার, কৃষি কর্মকর্তা, নেটওয়ার্ক পার্টনার, অন্যান্য শুভাকাঙ্ক্ষী ও কর্মকর্তারা
আয়োজনের অংশ হিসেবে অতিথিদের জন্য ছিল- ইফতার ও এতিহ্যবাহী বাংলা খাবার, এসিআই মটরসের পণ্য প্রদর্শনী (ইয়ানমার হারভেস্টার, সোনালিকা ট্রাক্টর, ফোটন কমার্শিয়াল ভেহিকেল ও অন্যান্য কৃষি যন্ত্রপাতি), মতবিনিময় সভা, গেম জোন, ফটো বুথ ও শুভেচ্ছা উপহার।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
আরবি