ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

কাতারে বিশ্বকাপ দেখার সুযোগ দিচ্ছে কুল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
কাতারে বিশ্বকাপ দেখার সুযোগ দিচ্ছে কুল

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে কুল নিয়ে এসেছে নতুন চমক। এবার কাতারের স্টেডিয়ামে বসে ফুটবল বিশ্বকাপ দেখার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশের জনপ্রিয় মেনস ব্র্যান্ড কুল।

মঙ্গলবার (১১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ব ফুটবলের রথী-মহারথীদের লড়াই সরাসরি মাঠে বসে দেখতে কুল আয়োজন করেছে ‘Kool ফুটবল ফ্যান কিট’ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের জন্য থাকছে নিজের পছন্দের দলের জার্সিসহ কাতারে আয়োজিত ফুটবল বিশ্বকাপের টিকিট জিতে নেওয়ার সুযোগ এবং নিশ্চিত ৫০ টাকা ছাড়।

ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে আপনার নিকটস্থ দোকান থেকে সংগ্রহ করতে হবে ‘Kool ফুটবল ফ্যান কিট’; যেখানে রয়েছে কুলের ১০০ মি.লি. শেভিং ফোম, ৫০ মি.লি. আফটার শেভ লোশন এবং কুল ব্লু প্যাশন বডি স্প্রে। ফ্যান কিটের প্যাকের গায়ে থাকা কিউআর স্ক্যান করে ভেতরে থাকা ইউনিক কোডটি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় অংশগ্রহণকারীকে অবশ্যই ব্যক্তিগত তথ্য এবং ওয়েবসাইটে থাকা প্রশ্নের উত্তর দিতে হবে।  

উত্তরদাতাদের মধ্য থেকে সৌভাগ্যবান ২ জন বিজয়ীকে কাতারে বসে বিশ্বকাপ ম্যাচ দেখার সুযোগ করে দিবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। এছাড়া আরও ৫০০ জন পাবেন নিজের পছন্দের দলের জার্সি।  

প্রসঙ্গত স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডর ব্র্যান্ড ‘কুল’ বাংলাদেশের প্রথম মেনস ব্র্যান্ড হিসেবে সুপরিচিত। দীর্ঘদিন ধরে কুলের শেভিং ফোম, জেল, লোশন ও বডি স্প্রেসহ বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট বাজারে বেশ সুনামের সঙ্গে ভোক্তাদের চাহিদা পূরণ করে আসছে।

দারাজ লিংক: https://cutt.ly/VBtN8tJ

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ