বুধবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-২ এর বিচারক সামছ উদ্দিন খালেক এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সবুজ কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নের নূর নবীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, উত্তর লামছি এলাকার নূর নবী বাচ্চুদের বাড়িতে আসা-যাওয়ার সুবাদে মেয়েটিকে ধর্ষণ করে সবুজ। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে একটি শিশুর জন্ম দেয় সে। এ ঘটনায় ২০০৯ সালের ৩ আগস্ট ভিকটিমের মা বাদী হয়ে কবিরহাট থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সবুজকে গ্রেফতার করে।
পরবর্তীতে আসামির বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) ও ভিকটিমের ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা এবং ডিএনএ টেস্টের প্রতিবেদন আদালতে জমা দেয় পুলিশ।
বুধবার বিকেলে আসামি সবুজের উপস্থিতিতে শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়া আসামি সবুজে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।
মামলার সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মামুনূর রশিদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
জিপি