ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আদালত

ঝিনাইদহে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
ঝিনাইদহে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ঝিনাইদহ: ঝিনাইদহে মাজেদুল হত্যা মামলার পলাতক আসামি গণেশকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক এম জি আযম এ রায় দেন।

নিহত মাজেদুল মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীখোল গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

আসামি গণেশ সদর উপজেলার লৌহজঙ্গা গ্রামের মৃত নড়েন সরদারের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, ২০১২ সালের ২৫ জুন বিকেলে সদর উপজেলার হাটগোপালপুর বাজারের হাবিবুর রহমানের একটি খাবারের দোকানে মাজেদুল ইসলাম নামে এক কর্মচারী কাজ করছিলেন। সেসময় গণেশ পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে গণেশকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  

মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশিট (অখিযোগপত্র) দাখিল করেন। বিচারক দীর্ঘ শুনানি শেষে পলাতক আসামি গণেশকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।