ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আদালত

জয়পুরহাটে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
জয়পুরহাটে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

জয়পুরহাট: জয়পুরহাটে মাদক মামলায় আব্দুল হামিদ সরকার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ জুন) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সরোয়ার এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত আব্দুল হামিদ নওগাঁর ধামইরহাট উপজেলার বাদাল চান্দপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৮ জানুয়ারি জয়পুরহাট শহরের পিডিবি মোড়ে নওগাঁর ধামুইরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সালমা পরিবহনে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালায়। এসময় গাড়ির বক্সে রাখা পলিথিনে মোড়ানো এক কেজি হেরোইনসহ আব্দুল হামিদ সরকারকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।  

দীর্ঘ শুনানি শেষে অপরাধ প্রমানিত হওয়ায় সোমবার এ রায় দেন আদালত।  

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।