ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তিন বছর পর কোহলির সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
তিন বছর পর কোহলির সেঞ্চুরি

তিন বছর পর ওয়ানডে সেঞ্চুরির দেখা পেলেন ভারতের হার্ড হিটার বিরাট কোহলি। দিনের হিসেবে ১০২৪ দিন।

২০১৯ সালের আগস্টে ওভালের কুইন্স পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষবার ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন বিরাট কোহলি। এরপর তিন বছর পেরিয়ে গেলেও সেঞ্চুরির দেখা পাননি। অবশেষে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেলেন ভারতের এই ব্যাটসম্যান।

আজ শনিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের ৪৪তম সেঞ্চুরি তুলে নেন তিনি। ইবাদত হোসেনের বলে ছক্কা মেরে শতরান করেন বিরাট। কোহলির ইনিংস থামে ১১৩ রানে। সাকিব আল হাসানের বলে ক্যাচ তুলে আউট হন তিনি।

আজকের সেঞ্চুরির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ৭২তম শতরান করলেন কোহলি। টপকে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার রিকি পন্টিংকে। সামনে শুধু শচীন টেন্ডুলকার।

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় এক দিনের এই ম্যাচে কোহলির আগে দ্বিশতরান করেন ঈশান কিশন। এই দুজনের ব্যাটে ভর করে রানের পাহাড় গড়ছে ভারত।

দীর্ঘ ৭ বছর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে রোহিত শর্মার দল। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।

বাংলাদেশ সময়:  ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।