তিন বছর পর ওয়ানডে সেঞ্চুরির দেখা পেলেন ভারতের হার্ড হিটার বিরাট কোহলি। দিনের হিসেবে ১০২৪ দিন।
আজ শনিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের ৪৪তম সেঞ্চুরি তুলে নেন তিনি। ইবাদত হোসেনের বলে ছক্কা মেরে শতরান করেন বিরাট। কোহলির ইনিংস থামে ১১৩ রানে। সাকিব আল হাসানের বলে ক্যাচ তুলে আউট হন তিনি।
আজকের সেঞ্চুরির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ৭২তম শতরান করলেন কোহলি। টপকে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার রিকি পন্টিংকে। সামনে শুধু শচীন টেন্ডুলকার।
বাংলাদেশের বিপক্ষে তৃতীয় এক দিনের এই ম্যাচে কোহলির আগে দ্বিশতরান করেন ঈশান কিশন। এই দুজনের ব্যাটে ভর করে রানের পাহাড় গড়ছে ভারত।
দীর্ঘ ৭ বছর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে রোহিত শর্মার দল। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
এআর