ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে আগে ব্যাটিং নিলে ভালো হতো: পাপন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
টস জিতে আগে ব্যাটিং নিলে ভালো হতো: পাপন

চট্টগ্রাম থেকে: ভারতের বিপক্ষে সিরিজ নিশ্চিতের পর তৃতীয় ম্যাচে বেশ হতাশই হয়েছে বাংলাদেশকে। টস জিতে এই ম্যাচে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস।

এরপর রীতিমতো রান পাহাড়েই টাইগারদের চাপা দেয় সফরকারীরা।

শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে তারা করে ৪০৯ রান। নিজেরা ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশও। ১৮২ রানে অলআউট হয় তারা। ম্যাচ হারে ২২৭ রানের বড় ব্যবধানে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন, আগে ব্যাট করা উচিত ছিল বাংলাদেশের।

ম্যাচের পর চট্টগ্রামে সাংবাদিকদের তিনি বলেন, ‘এই ম্যাচে হতাশা যে কাজ করেছে তা না। যে জিনিসটা হয়েছে, আসলে আমরা প্রথম দুই ম্যাচ জিতলেও প্রথম সারির ব্যাটাররা রান করতে পারেনি। তারপরও দুয়েকজন রান করে...বিশেষত মিরাজ যে রানটা করেছে, তার জন্য জিততে পেরেছি। বোলিং খুব ভালো হয়েছিল। আমরা জানি ভারতের ব্যাটিং কত শক্তিশালী। ’

‘আমার কাছে মনে হয়েছে যে ধরনের উইকেট ছিল, অনেক রান হওয়ার মতো। আসলে এ ধরনের উইকেট আমরা সচরাচর দেখি না। বাংলাদেশে কখনো দেখিনি, সাধারণত আরও স্পোর্টিং উইকেট দেখি। হয় পেসকে সাহায্য করবে, নয়তো স্পিনকে। কিন্তু এটা মোটামুটি ফ্লাট ছিল। সেক্ষেত্রে প্রথমে ব্যাট নিলে ভালো হতো। তবে নিলেই যে বিরাট কিছু হয়ে যেতো, সেটা বলছি না। কিন্তু যে জিনিসটা হয়েছে, কোহলি ও ঈষাণের দুটি অসাধারণ ইনিংসের পর স্কোর এমন জায়গায় গিয়েছে আমরা মনে হয় সেখান থেকে ম্যাচটা হেরে গেছি বা ছেড়ে দিয়েছি। জিততে হবে বা জিতবো এমন অ্যাপ্রোচ ছিল না। ’

এমন কিছুর প্রত্যাশা করেছিলেন কি না প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘এটা অনুমান করা কারো পক্ষে সম্ভব না। কিন্তু আমি আপনাদের একটা কথা বলি, দুই ম্যাচ হারের পর ওরা যেভাবে খেলেছে; ক্রেডিট দিতে হয়। ’

এই সিরিজের জন্য তামিম ইকবালের ইনজুরিতে নেতৃত্ব পেয়েছিলেন লিটন দাস। অধিনায়কত্বে তার ভবিষ্যৎ জানতে চাইলে পাপন বলেন, ‘এখনও এটা নিয়ে আলাপ হয়নি। তবে পরের বোর্ড মিটিংয়ে এটা নিয়ে কথা হবে। ’

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।