আগের দিনের ছয় ওভার কাটিয়ে দিয়েছিলেন দুই উদ্বোধনী ব্যাটার। কিন্তু তৃতীয় দিনের সকাল একদমই হলো না নিজেদের মতো।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। এরপর তাদের প্রথম ইনিংসে ৩১৪ রান করে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৪ রান করেছে বাংলাদেশ।
কোনো উইকেট না হারিয়ে ৭ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। মোহাম্মদ সিরাজের করা দ্বিতীয় বলেই বাউন্ডারি হাঁকান জাকির হাসান। দ্বিতীয় ওভার করতে আসেন রবীচন্দ্রন অশ্বিন। তার করা পঞ্চম বলে এলবডিব্লিউয়ের জোরালো আবেদন হয়, আম্পায়ার অবশ্য তাতে সাড়া দেননি।
রিভিউ নিয়েও ব্যর্থ হয় ভারত, উইকেট ছিল মিসিং। ঠিক তার পরের বল আবারও শান্তর প্যাডে লাগে। এই দফায় আর বাঁচতে পারেননি তিনি। এবার অবশ্য রিভিউ নেন শান্ত, কিন্তু তাতেও কাজ হয়নি। ৩১ বলে ৫ রান করে সাজঘরে ফেরত গেছেন এই উদ্বোধনী ব্যাটার।
বাংলাদেশ সময় : ০৯৫১ ঘণ্টা, ২৪ ডিসেম্বর, ২০২২
এমএইচবি