ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

খেলার সময় ব্যক্তিগত লক্ষ্য থাকে না : সোহান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
খেলার সময় ব্যক্তিগত লক্ষ্য থাকে না : সোহান ছবি: শোয়েব মিথুন

জাতীয় দলের অধিনায়কত্ব করে ফেলেছেন ইতোমধ্যে। কিন্তু নুরুল হাসান সোহান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নেতৃত্ব দেবেন প্রথমবারের মতো।

রোববার তাকে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে রংপুর রাইডার্স।

এদিন থেকেই বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে নিজস্ব ভেন্যুুতে অনুশীলন শুরু করেছে রংপুর। সরাসরি চুক্তিতে সোহানকে দলে নিয়েছে দলটি। এবার দিলো অধিনায়কত্বের দায়িত্বও। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন সোহান, দলকে বানিয়েছেন চ্যাম্পিয়নও। এবার কী লক্ষ্য?

এমন প্রশ্নের জবাবে সোহান বলেছেন, ‘যখন খেলি আমি, তখন ব্যক্তিগত কোনো লক্ষ্য থাকে না। অধিনায়কত্ব করি অথবা না করি দলের ওপরই ফোকাস থাকে। আমার দলের জন্য মূল্যবান যে জায়গা থাকবে, ওই জায়গায় পারফর্ম করতে চাই। ’

জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন দুই ম্যাচে। জিম্বাবুয়ের বিপক্ষে ওই সিরিজে খুব একটা সুখস্মৃতি নেই। এরপর তাকে করা হয়েছে টি-টোয়েন্টির সহ-অধিনায়ক। এবার প্রথমবারের মতো পেলেন বিপিএলের নেতৃত্ব। কতটা চ্যালেঞ্জিং? 

জবাবে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ জীবনের সবক্ষেত্রেই। ক্রিকেট হোক বা অন্য যেকোনো পেশায় চ্যালেঞ্জ থাকবে। কে কীভাবে নিচ্ছে, যার যার ব্যক্তিগত বিষয় থাকে। আমার মনে হয় সবসময় চ্যালেঞ্জ উপভোগ করি। অবশ্যই নিজের জায়গা থেকে সেরাটা দিতে পারবো। ’

নিজের দল নিয়ে সোহান বলেন, ‘আমার কাছে মনে হয় অনেক তরুণ ও ভারসম্যপূর্ণ একটা দল। আমরা যদি আমাদের জায়গা থেকে ভালো কিছু করতে পারি, অবশ্যই ভালো কিছু আশা করবো। আমার মনে হয় এটা ভালো একটা প্ল্যাটফর্ম। যেটা বললাম সবাই যারা আছে, তাদের জন্য বড় সুযোগ। আমরা যদি সবাই সেরাটা দিতে পারি, ভালো কিছু হবে। ’

বাংলাদেশ সময় : ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।