বাংলাদেশ দলের অনেকদিনের আরাধ্য ছিল একজন লেগ স্পিনার। বছরখানেক ধরে এ জায়গায় আশার প্রদীপ হয়ে আছেন রিশাদ হোসেন।
সেই টুর্নামেন্টের পর থেকেই বেশ আলোচনায় রিশাদ। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও তাকে নিয়ে আগ্রহ বেড়েছে। এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সে সুযোগ পেয়েছেন রিশাদ। খবরটা অবশ্য আগেই আঁচ করতে পেরেছিলেন তিনি।
চট্টগ্রামে বিপিএলের জন্য অনুশীলন শেষে রিশাদ বলেন, ‘পিএসএলের খবর পাওয়ার পর আমার এজেন্ট আমাকে বলছিল- তুমি পিএসএলে লাহোর কালান্দার্সে সুযোগ পেয়েছ। এটা আমি আগে থেকেই অনুমান করছিলাম আমাকে নেওয়ার সুযোগ আছে। এদিক থেকে তাই স্বাভাবিক ছিলাম। ’
‘যেকোনো জায়গায় সুযোগ পাওয়া অবশ্যই ভালো ব্যাপার। প্রথমত আলহামদুলিল্লাহ, আমি বলছিলাম ভাইয়া কোনো কিছু আশা করি না, আমি আইপিএল, বিগ ব্যাশ বা পিএসএল ... আমি এখন বিপিএলে আছি বিপিএল নিয়েই ফোকাস করছি। যখন ওটা আসবে আমি দেখব চেষ্টা করে। ’
এর আগে রিশাদ সুযোগ পেয়েছিলেন বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্সে। তবে বিপিএলে তার ব্যস্ততা ছিল ফরচুন বরিশালে। এজন্য শেষ অবধি আর যাওয়া হয়নি। এ নিয়ে অবশ্য আফসোস নেই রিশাদের।
তিনি বলেন, ‘যেহেতু যেতে পারিনি তাই বুঝতে পারছি না কোনটা আমার জন্য ভালো হতো বা আল্লাহ এটা লিখে রেখেছে যে যাইনি ভালো কিছু হবে সামনে আশা করি। এজন্য কোনো কিছু নিয়ে চিন্তা করছি না। ’
বাংলাদেশ সময় : ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
এমএইচবি/এএইচএস