ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘সাকিব বিসিবির সীমাবদ্ধতা জানলে এমন মন্তব্য করতো না’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
‘সাকিব বিসিবির সীমাবদ্ধতা জানলে এমন মন্তব্য করতো না’ ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে কড়া সমালোচনা করেছিলেন সাকিব আল হাসান। গালফ অয়েলের একদিনের সিইও করা হয় তাকে।

ওই অনুষ্ঠানে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, বিপিএল ঠিকভাবে আয়োজনে সদিচ্ছার অভাব রয়েছে বিসিবির।

এসময় তিনি বলেন, দুই মাস সময় পেলেই সব ঠিক করে ফেলতে পারবেন। বিপিএলকে ‘যা-তা’ টুর্নামেন্ট বলেও দাবি করেন সাকিব। বৃহস্পতিবার বিপিএলের স্পন্সর ঘোষণার অনুষ্ঠানে এসেছিলেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তার কাছে সাকিবের মন্তব্যের ব্যাপারে জানতে চাওয়া হয়। জবাবে সিইও বলেন, ‘আমি নিশ্চিত নয় যে তিনি কোন প্রেক্ষাপটে কথাটা বলেছেন বা কতটুকু তথ্য তার কাছে ছিল। আমাদের সীমাবদ্ধতা জানলে হয়তো এসব কথা তিনি বলতেন কী না, আমার সন্দেহ। এর বাইরে কিছু বলা আসলে ঠিক হবে না। ’

বারবারই বিসিবি বলেছে সীমাবদ্ধতার কথা। সেগুলো আসলে কী? এমন জানতে চাইলে সুজন জবাব দেন, ‘আমি সবার সমানে সীমাবদ্ধতা তো আপনাকে বিস্তারিত বলতে পারব না। ’

ভবিষ্যতে ভালো কিছু করার বার্তা দেন সিইও, ‘ফ্র্যাঞ্চাইজিরাও তাদের অবকাঠামো তৈরি করবে সে ধরনের সুযোগ সুবিধা হচ্ছে না, কারণ দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যেতে পারিনি বিভিন্ন কারণে। এখানে সীমাবদ্ধতা শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না। বিশ্বব্যাপী কিছু বিষয় চলে আসছে, যে কারণে সীমাবদ্ধতা হচ্ছে। আমাদের চেষ্টা থাকবে, এরপর থেকে যেগুলো করা হবে, ওগুলোর আগে আমাদের ফ্রাঞ্চাইজি ঠিক করা থাকবে এবং আমাদের টাইমলাইনও দেওয়া থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।