ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এডিআরএস না থাকাই ভালো: সোহান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এডিআরএস না থাকাই ভালো: সোহান

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার বড় বিতর্কের নাম ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস। বিসিবি পরে ব্যাখ্যায় বলেছে, প্রযুক্তি থাকলেও তাদের লোকবল না থাকায় চালানো যাচ্ছে না এটি।

এর বদলে অল্টারনেটিভ ডিসিশন রিভিউ সিস্টেম বা এডিআরএস আনা হয়েছে। কিন্তু এটা নিয়ে বিতর্কের শেষ নেই।  

আজ মঙ্গলবার যেমন রংপুর রাইডার্সের বিপক্ষে আউট হয়ে সিদ্ধান্ত মেনে নিতে পারেননি এনামুল হক বিজয়। সিকান্দার রাজার বল তার প্যাডে লাগলেও আম্পায়ার আউট দেননি। পরে রিভিউতে আউট হন তিনি। বেশ কিছুক্ষণ মাঠ ছেড়ে যেতে চাননি বিজয়। ম্যাচশেষে ডিআরএস না থাকা নিয়ে কথা বলেছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।  

তিনি বলেন, ‘এটা আসলে আমার কছে মনে হয়, আম্পায়াররাও মাঠে অনেক বেশি চাপে পড়ে যাচ্ছে। প্রোপার ওয়েতে থাকলে তাদের জন্যও সুবিধা হয়। সবাই তো মানুষ, তাদের মাঠের ভেতরে একটা-দুটা ভুল হতে পারে। এটা আসলে আরেকটু বেটার হলে সবার জন্য ভালো হতো। ’

তাহলে কি এডিআরএস না থাকাটাই ভালো হয়? এমন প্রশ্নের জবাবে সোহান বলেন, ‘না থাকলে বেটার। ’

আউটের পর মাঠ না ছাড়ার ঘটনা এবারের বিপিএলে নতুন নয়। এর আগে ঢাকা ডমিনেটরসের ক্রিকেটার সৌম্য সরকারও একই ঘটনা ঘটিয়েছিলেন। প্রথমে আউট দিলেও মাঠ না ছেড়ে কিছুক্ষণ পর তিনি নট আউটও হন। আজ বিজয়ও মেনে নিতে পারেননি ঘটনা, ছাড়তে চাননি মাঠ।

এ নিয়ে সোহান বলেন, ‘কী কথা হচ্ছিল... আমি ওখানে ছিলাম না। আমরা তখন উদযাপন করছিলাম। যখন আম্পায়ার মাঠে আউট দেবেন, হয়তো ব্যাটার অনেক সময় চিন্তা করে কীভাবে আউট হলো বা কী হলো। ওর আম্পায়ারের সঙ্গে কী কথা হচ্ছিল, জানি না। কারণ মাঠের অন্য প্রান্তে ছিলাম। ‘

বিজয়ের ঘটনার ব্যাখ্যায় ম্যাচশেষে তার দল ফরচুন বরিশালের প্রতিনিধি হয়ে আসা মেহেদী হাসান মিরাজ বলেন, ‘বিষয়টা আসলে এমন না যে মাঠ ছেড়ে যেতে চায়নি। মাঠ তো ছেড়ে যেতেই হয়েছে। আম্পায়ারের সঙ্গে শুধু জানতে চাচ্ছিল কীভাবে কী হয়েছে। আল্টিমেটলি মাঠ তো ছাড়তেই হয়েছে। ’ 

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩ 
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।