ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বুদ্ধি দিয়ে বল করতে হবে: এবাদত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
বুদ্ধি দিয়ে বল করতে হবে: এবাদত

চট্টগ্রাম থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকার প্রথম পর্ব শেষ হয়েছে। শুক্রবার থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব।

মিরপুরের পিচ নিয়ে সবসময়ই সমালোচনা থাকলেও এবার দেখা গেছে ভিন্ন রূপ। সিলেট স্ট্রাইকার্স এক ম্যাচে দুইশ রান তুলেছে, তাড়া করা গেছে বড় রান।  

চট্টগ্রামের উইকেট এমনিতে বরাবরই ব্যাটিং সহায়ক। বোলারদের দিতে হয় কঠিন পরীক্ষা। এমন উইকেটে বুদ্ধি দিয়ে বল করার কথা বলছেন ফরচুন বরিশালের পেসার এবাদত হোসেন। তিনি মনে করেন, এমন উইকেটে খেললে বোলারদের স্কিলেও উন্নতি আসে।

বৃহস্পতিবার চট্টগ্রামে তিনি বলেছেন, ‘চট্টগ্রামের উইকেট সবসময় ব্যাটিং সহায়ক হয়, এটা আমরা সবাই জানি। পেস বোলারের স্কিল বাড়াতে হবে। বুদ্ধি দিয়ে বল করতে হবে। ভালো উইকেটে খেলা হলে যে পেস বোলারের স্কিল যত ভালো, সে সেখানে ততো ভালো বোলিং করবে। ’

এবারের বিপিএলে ঢাকার উইকেটে রান উঠেছে। পরে প্রশংসা করেছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসানের মতো তারকারা। একই কথা বলছেন এবাদত হোসেনও।

তিনি বলেছেন, ‘ঢাকা পর্বের প্রথম দিন রাজা (রেজাউর রহমান) ৪ উইকেট পেয়েছিল। সেদিন সবাই বলেছিল উইকেটটা ভালো হলেও রাজা ভালো করেছে। তারপর উইকেট আরও ভালো হয়েছে। আমাদের দল ১৯২ রানও করেছে। ঢাকার উইকেট এবার খুবই ভালো। চট্টগ্রাম তো বরাবরই ভালো। ’

‘তারপরও ম্যাচ শুরুর পর হয়তো ভালো বলা যাবে। ভালো উইকেটে যদি আমরা ভালো করতে পারি, তাহলে সামনের বিশ্বকাপে সেটা সাহায্য করবে। এমন উইকেটে ভালো করতে হলে আপনার স্কিল থাকতেই হবে। যদি ইয়র্কার করেন তাহলে সেটা একদম পারফেক্ট হতে হবে। যদি স্লোয়ার করেন, তাহলে সেটা অ্যাকুরেট হতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।